উত্তর দিনাজপুরে হনুমান মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়
Hanuman temple theft in North Dinajpur in Chanchalya area

The Truth Of Bengal, সুব্রত বিশ্বাস, ইসলামপুর, উত্তর দিনাজপুর: ইসলামপুরের লোহা পট্টি রোড এলাকায় রাম হনুমান মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, উত্তর দিনাজপুর জেলার লোহাপট্টি রোড এলাকার রাম হনুমান মন্দিরের পুরোহিত সকালে এসে মন্দিরের দরজা ভাঙ্গা অবস্থায় দেখতে পায় চুরি হয়ে গিয়েছে। এরপরই মন্দিরে চুরির ঘটনা জানাজানি হতেই প্রচুর মানুষের ভিড় জমা হতে শুরু করে। দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে লোহা ভর্তি এলাকায় এই রাম হনুমান মন্দিরে এই ধরনের ঘটনা এই প্রথম বলে দাবি করেন পুরোহিত থেকে বাসিন্দারা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, ইসলামপুর লোহা পট্টি রোড এলাকায় রাম হনুমান মন্দিরের কাছেই রাতে পুলিশ পাহারায় থাকে। কিন্তু তারপরেও এই চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দারা হতচকিত হয়ে পড়েন। মন্দিরের সিসিটিভি ফুটেজে চোরের চুরি করার ঘটনা পরিষ্কার দেখা গিয়েছে। ছাদ থেকে চোর মন্দিরে ঢোকে। গেঞ্জি ধুতি পড়ে মাথায় টুপি মুখে কাপড় দেওয়া চোর মন্দিরের তালা ভেঙ্গে রাম সীতার মুকুট ও মালা নিয়ে চম্পট দিয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। সব মিলিয়ে ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগরওয়ালের বাড়ির থেকে ঢিল ছোরা দূরত্বে রাম হনুমান মন্দিরে চুরির ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
FREE ACCESS