হোয়াটসঅ্যাপে গ্রুপ করে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক! গ্রেফতার ৩
Group on WhatsApp to vandalize the Chief Minister's house! Arrest 3

Truth Of Bengal : আরজি কর কাণ্ডে রনক্ষেত্র গোটা দেশ। এর প্রতিবাদে শামিল হয়েছেন দেশের বহু নাগরিক। সেই মতই যে দল করে পৃথকভাবে পথে নামছে বাচ্চা থেকে বুড়ো সকলেই। কখনও দেশের মহিলারা আবার কখনও ছাত্র- ছাত্রীরা দফায় দফায় প্রতিবাদ কর্মসুচিতে অংশগ্রহণ করছেন। কিন্তু, এবার প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর তথ্য! কী সেই তথ্য?
সূত্রের খবর, আরজি কর কাণ্ডের প্রতিবাদে হোয়াটসঅ্যাপে গ্রুপ করে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুর করার ছক করা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের জালে আটক হয়েছে ৩ জন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এক যুবক, তাঁর প্রেমিকা ও প্রেমিকার মা। এছাড়াও আটক করা হয়েছে স্বাগত বন্দ্যোপাধ্যায়, অরিজিৎ দে নামে দুই যুবককে। গ্রুপের বাকি সদস্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সুখেন্দু বন্দ্যোপাধ্যায় নামে এক যুবক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেন। গ্রুপের নাম ‘WE WANT JUSTICE’। অভিযোগ, সেই গ্রুপেই একটি অডিও ক্লিপ দেওয়া হয়েছিল। সেখানেই মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছকের কথা সামনে আসে। সেই অডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। পুলিশের কাছে খবর পৌঁছানো মাত্রই পুলিশ ওই যুবকের খোঁজ শুরু করেন। এরপর দীর্ঘ তল্লাশির পর বাঁশদ্রোণী থানার পুলিশ ডানলপ থেকে শুভমকে গ্রেফতার করেন। শুভমের দাবি, তাঁর প্রেমিকার মায়ের কথা শুনেই নাকি সে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অডিওটি পোস্ট করেছিলেন। এরপর পুলিশ শুভম, শুভমের প্রেমিক এবং প্রেমিকের মাকে গ্রেফতার করেন। বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ওই গ্রুপের মধ্যে মোট ৩৬৩ জন সদস্য ছিলেন। এই ছকের সাথে আর কারা জড়িত রয়েছে তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ।