নাবালিকা নাতনিকে যৌন হেনস্থা দাদুর, তদন্তে পুলিশ
Grandfather sexually assaults minor granddaughter, police investigating

Truth Of Bengal: স্কুল পড়ুয়া নাতনিকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। লজ্জাজনক ঘটনাটি ঘটেছে বারাসাতে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে বছর ৬৫ র নিরাঞ্জন সাহা তাঁর নাতনিকে যৌন হেনস্তা করেন। ফাঁকা বাড়ি পেয়ে দাদু তার নাতনির সাথে কুকর্ম করতে যান। লোলুপ দৃষ্টি নিয়ে ঝাঁপিয়ে পরেন নাতনির দিকে। এই ঘটনার পর ভয়েতে কাঁপতে থাকে নাবালিকা। আর্তনাদ করতে থাকে সে, কিন্তু বাড়িতে কেউ না থাকায় সবকিছুই তাকে মুখ বুজে সহ্য করতে হয়।
বাড়ির সদস্যরা বাড়ী ফিরলে ওই নাবালিকা তার মায়ের সামনে কান্নায় ভেঙে পরে। এরপর সে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা সম্পর্কে বলতে থাকে। সে তার মাকে জানায় যে, দাদু তাকে একা পেয়ে তার সাথে অভদ্র আচরণ করে। এই ঘটনা শোনার পর ক্ষুব্ধ হয়ে ওঠে গোটা পরিবার।
এরপর তারা ওই নাবালিকার মা বারাসাত থানায় সম্পূর্ণ ঘটনার বিষয় নিয়ে একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার পুলিশ নাবালিকাকে বারাসাত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা কড়া হয়। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবী, নাবালিকার অভিযোগ সত্যি হলে অভিযুক্তের যথাযথ শাস্তি হোক। ইতিমধ্যে পরিবারের অভিযোগের ভিক্তিতে ঘটনার তদন্ত করছে বারাসাত থানার পুলিশ।