গোঘাটে বাড়ির তালা ভেঙে চুরি গেল টাকা সহ সোনার গয়না , আতঙ্কিত এলাকাবাসী
Gold jewelry and money stolen after house lock broken in Goghat, locals panic

Truth Of Bengal: ভরসন্ধ্যায় বাড়ির তালা ভেঙে চুরি। বুধবার সন্ধ্যায় এমনই ঘটনা ঘটে, গোঘাটের দিঘরা এলাকায়। জানা যায়, বাড়ির সদস্যরা গেটে তালা দিয়ে পাশেই ভীমমেলা দেখতে গিয়েছিলেন। সেই সুযোগে তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দিল চোর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এরপর এই ঘটনার খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
জানা গেছে, দিঘরা এলাকায় কয়েকদিন ধরে ভীমমেলা চলছে। বুধবার সন্ধ্যা নাগাদ গোবিন্দ মাইতি ও তাঁর স্ত্রী সুজাতা মাইতি বাড়িতে তালা দিয়ে ভীমমেলা দেখতে গিয়েছিলেন। রাত ১০ টা নাগাদ বাড়ি ফিরে দেখেন সর্বস্ব লুট হয়ে গেছে। তাদের দাবি, নগদ টাকা ও সোনার গয়না মিলিয়ে প্রায় ৫ লক্ষ টাকার সামগ্রী খোয়া গেছে। সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই দম্পতি। তাঁরা এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তবে ভরসন্ধ্যায় চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।