মহিলা অফিসযাত্রীদের জন্য উপহার রাজ্য সরকারের, আজ থেকে চালু এই স্পেশাল পরিষেবা
Gift for women office-goers of the state government, this special service is launched from today

The Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত : মহিলা চাকরিজীবীদের কথা ভেবে এবার বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। চালু হল ‘লেডিস স্পেশ্য়াল বাস’। এই বাসে উঠতে পারবেন শুধুমাত্র মহিলারাই। মঙ্গলবার হাওড়া থেকে এই বিশেষ বাসের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মঙ্গলবার থেকে প্রতিদিনই হাওড়া থেকে ছাড়া হবে লেডিস স্পেশ্য়াল বাস।
মন্ত্রী বলেন রোজ সকাল ৯:৩০ মিনিট থেকে হাওড়া থেকে মহিলা স্পেশ্য়াল বাস চলবে বালিগঞ্জের উদ্দেশে। বাসটি পার্ক স্ট্রিট, এলগিনরোড, রাসবিহারী হয়ে বালিগঞ্জ পৌঁছাবে। এই বাসের ড্রাইভার পুরুষ থাকলেও কন্ডাক্টরও মহিলা হবে। হাওড়া থেকে আপাতত ১ বাস চালু হলো পরবর্তী কালে যাত্রীদের সংখ্যা বুঝে বাড়াবেন সেই পরিকল্পনা রয়েছে। বিকাল ৫: ৩০ মিনিটে আবার বালিগঞ্জ থেকে হাওড়ার উদ্দেশ্যে একই রুটে হাওড়া দিকে আসবে বাসটি । মহিলাদের জন্য স্পেশালভাবে বাস করার জন্য খুশি যাত্রীরা ।