মাঠে নেমে এবার বল পায়ে ধাপাচ্ছে গজরাজ, আপনার মন ছুঁতে বাধ্য
Gajraj is stepping on the ball on the field, it is bound to touch your heart

The Truth of Bengal, পশ্চিম মেদিনীপুর : বল পায়ে মাঠে ফুটবল নিয়ে মজে আছেন রামলাল। জঙ্গলমহলে রামালালের ফুটবল খেলা এখন তো মানুষের মুখে মুখে ছড়িয়ে পরছে। কিন্তু রামলালের ফুটবল খেলা নিয়ে এত হইচই কেন?
হইচই এর কারণ এ রামালাল তো আর সাধারণ কেউ নয় একজন হস্তি। সম্প্রতি এই রামলালের এই ফুটবল খেলায় মজেছেন নেটিজেনরা। বেশ অনেকটা সময় জুড়ে রাস্তা থেকে মাঠ সব জায়গায় মিলিয়েই ফুটবল খেললো রামলাল। দুঃখের বিষয় হল শেষ পর্যন্ত ফুটবল খেলতে খেলতে ফুটবল টি ফেটে যায়। তবে আবারও নতুন ফুটবল নিয়ে তিনি নিজের খেলাতে মগ্ন হলেন। পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়ি পাল থানার অন্তর্গত ঢড়রাশোল এলাকায় এমন ঘটনায় ভিড় জমায় এলাকার লোকেরা।
সূত্র মারফত, এদিন সকালে ঢড়রাশোলে গ্রামে পদার্পন করেন রাম লাল। সে সময়েই মাঠে গ্রামের কয়েকজন যুবক ফুটবল খেলছিল। ওই সময় রামলাল মাঠে প্রবেশ করায় সবাই মাঠ ছেড়ে দৌড়ে পালায়। মাঠের মধ্যে থেকে যায় ফুটবলটি। ওই ফুটবলটি নিয়েই রীতিমতো খেলতে শুরু করেন রামলাল। রাস্তায় থেকে মাঠ সব জায়গা জুড়ে খেলতে থাকেন এই হাতি। তবে ফুটবলটি খেলতে খেলতে হঠাৎ ফেটে যায় । মাঠে থাকা যুবকরা আবার একটা ফুটবল তার গড়িয়ে দিলে রামলাল আবারও ফুটবল খেলায় মজে যান। গজরাজের এমনভাবে ফুটবল খেলা দেখে স্থানীয়রা অনেকেই ছবি,ভিডিও তুলতে শুরু করে আর সেই সব ভিডিও,ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেন।