রাজ্যের খবর

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে বকেয়া আবেদন, ব্যাঙ্কে ব্যাঙ্কে চলছে বিশেষ শিবির 

Future credit card

The Truth of Bengal: রাজ্যে ক্ষুদ্র শিল্পের প্রসারে আরও গতি আনতে চায় রাজ্য সরকার। সেই লক্ষ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে ৫০০ কোটি টাকার বিনিয়োগ নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবছর বাণিজ্য সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ক্ষুদ্র শিল্পকে। প্রায় ২০ হাজার ক্ষুদ্র শিল্পদ্যোগীর হাত ধরে ৫০০ কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে। যাতে ১ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। বর্তমানে ক্ষুদ্র শিল্পের সাফল্যে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। এখন লক্ষ্য ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে দেশের মধ্যে প্রথম স্থানে উঠে আসা। আর সেই লক্ষ্যপূরণের জন্য রাজ্য সরকার হাতিয়ার করছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডকে। এই কার্ডের মাধ্যমে বর্তমান এবং নতুন শিল্পদ্যোগীদের আর্থিক সহায়তা দিয়ে তাঁরা যাতে কর্মসংস্থানের দরজা খুলে দিতে পারেন সেই রাস্তা খুলে দেওয়া হচ্ছে।

ইতিমধ্যে সাড়ে ৪ হাজার আবেদনকারী ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুবিধা পেয়েছেন। নতুন করে আরও ১৭ হাজার আবেদন মঞ্জুর হয়েছে। এই সংখ্যা ২০ হাজারে নিয়ে যাওয়ার টার্গেট নিয়ে চলতি সপ্তাহে বিভিন্ন ব্যাঙ্কে বিশেষ শিবির চালাচ্ছে রাজ্য। আটকে থাকা আবেদন দ্রুত যাতে মঞ্জুর হয় সেই চেষ্টা করা হচ্ছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আসন্ন। সেই সম্মেলনের আগে জোর দেওয়া হচ্ছে কর্মসংস্থানের ওপর। রাজ্যের ক্ষুদ্র শিল্প দফতরের আধিকারিক এবং কর্মীরা সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির সঙ্গে যোগাযোগ রেখে ক্ষুদ্র শিল্পদ্যোগীদের আবেদনপত্র মঞ্জুর করতে প্রয়োজনীয় সহযোগিতা করছেন।

নানা কারণে এখন অনেক আবেদন আটকে আছে। সেই আবেদনগুলি দ্রুত মঞ্জুর করার চেষ্টা চালাচ্ছে সরকার। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে এক একজন শিল্পদ্যোগী গড়ে আড়াই লক্ষ টাকা সহজ শর্তে ঋণ পাচ্ছেন বিভিন্ন ব্যাঙ্ক থেকে। মোট ২০ হাজার আবেদন মঞ্জুর হলে রাজ্যের বেকার যুবকরা হাত দিয়ে অন্তত ৫০০ কোটি লগ্নি হবে। ক্ষুদ্র ব্যবসায় জোয়ার আসবে। দেশের ক্ষুদ্র শিল্পের মানচিত্রে আরও উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে। রাজ্যের লক্ষ্য ক্ষুদ্র শিল্পের সাফল্যে দেশের মধ্যে দ্বিতীয় স্থান থেকে প্রথম স্থানে উঠে আসা।

Free Access

Related Articles