রাজ্যের খবর

বিল জমা থেকে নতুন সংযোগ এবার হাতের মুঠোয়, অভিনব পরিষেবার সূচনা বিদ্যুৎমন্ত্রীর

From bill submission, new connection is now at hand, new service launched by power minister

Truth Of Bengal: বিদ্যুতের বিল জমা দেওয়া থেকে বিলের কপি বা নতুন সংযোগের কোটেশন পাওয়া, বিদ্যুৎ পরিষেবার সমস্ত তথ্য এখন আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপে পাবেন। এছাড়াও বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগ (নো পাওয়ার কল ডকেট) জানানো যাবে, এবং প্রাকৃতিক দুর্যোগের আগে সুরক্ষা ও সতর্কতা সংক্রান্ত বার্তা পাঠাবে বিদ্যুৎ বণ্টন নিগম। বৃহস্পতিবার সল্টলেকের বিদ্যুৎভবনে বাংলা জুড়ে বিদ্যুতের এই অভিনব পরিষেবার সূচনা করেন রাজ্যের বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

বহুমুখী বিদ্যুৎ পরিষেবার হোয়াটসঅ্যাপ নম্বরটি হল ৮৪৩৩৭১৯১২১। এই সরকারি কর্মসূচিতে উৎসবের দিনগুলিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখতে পুজোর কন্ট্রোল রুমের সূচনা করেন বিদ্যুৎমন্ত্রী। তিনি জানান, ‘‘টানা ভারী বৃষ্টি ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুমাস ধরে বিশেষ কন্ট্রোল রুম খোলা ছিল। এবার উৎসব উপলক্ষে বিশেষ কন্ট্রোল রুম চালু হল। জগদ্ধাত্রী পুজো পর্যন্ত ২৪x৭ এই কন্ট্রোল রুম চলবে।’’ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের কন্ট্রোল রুমের ফোন নম্বর হল ৮৯০০৭৯৩৫০৩ ও ৮৯০০৭৯৩৫০৪ এবং সিইএসসি এলাকার পুজোর কন্ট্রোল রুমের ফোন নম্বর হল ৯৮৩১০ ৭৯৬৬৬ ও ৯৮৩১০ ৮৩৭০০। উৎসব ও বন্যার কথা মাথায় রেখে বিদ্যুৎ দপ্তরের সমস্ত বিদ্যুৎকর্মী এবং ইঞ্জিনিয়ারদের ছুটি বাতিল করা হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগ ও দুর্গাপুজোয় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। বিদ্যুৎভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‘আসন্ন দুর্গোৎসব ও চলমান প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে বিদ্যুৎ দপ্তরের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু হচ্ছে। জগদ্ধাত্রী পুজো পর্যন্ত এই পরিষেবা মিলবে।’’ তিনি আরও বলেন, ‘‘যত সময় যাচ্ছে, দুর্গাপুজোর সংখ্যা বাড়ছে, এবং পুজোয় বিদ্যুতের চাহিদাও বাড়ছে।’’

মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, “২০১১ সালে ২০,৯০০টি পুজোকে অস্থায়ী বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল, যেখানে ২০২৩ সালে এই সংখ্যা বেড়ে ৪৭,২৭৫টি পুজো হয়েছে। এবার এই সংখ্যা আরও বাড়বে। রাজ্য সরকার চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত।” পুজোর সময় সমস্ত রিজিওনাল অফিস খোলা থাকবে। বিদ্যুৎ দপ্তরের ১৫৯১টি অফিস প্রতিদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। তিনি আরও বলেন, “প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের ইঞ্জিনিয়ার ও কর্মীরা সমস্ত প্রতিকূলতার মোকাবিলা করেছে, পরিষেবা স্বাভাবিক করেছেন।“

Related Articles