ইডির পর সিবিআই এর হাতে গ্রেফতার হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
Former Education Minister Partha Chatterjee was arrested by CBI after ED

Truth Of Bengal, Barsa Sahoo : প্রাথমিকে নিয়োগের মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার সিবিআই আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পেশ করার পরই ওই মামলায় কেন্দ্রীয় সংস্থাটি তাঁকে গ্রেফতারের আবেদন জানায়। কেন্দ্রীয় সংস্থার সেই আবেদন মঞ্জুর করে আদালত। পার্থ ছাড়াও ওই একই মামলায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়ন শীলকেও গ্রেফতার করল সিবিআই। এদিন অয়ন শীলকে আদালতে পেশ করার পরই সিবিআই তাকে গ্রেফতার করে।
- পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলো সিবিআই
- এবার প্রাথমিক দুর্নীতি মামলাতেও গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়
- এর আগে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি।
- এবার সিবিআই এর হাতে গ্রেফতার হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
- এই একই মামলায় গ্রেফতার অয়ন শীলও
প্রায় দেড় বছর আগে, নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে ইডি অভিযান চালায়। দীর্ঘ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। পার্থের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে ইডি হানা দেয়। টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে ইডি ২১ কোটি ৯০ লক্ষ টাকা নগদ উদ্ধার করে। একই সঙ্গে বিদেশি মুদ্রা ও সোনার গয়না উদ্ধার হয়।
নিয়োগ দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে ২৩ জুলাই পার্থ ও অর্পিতাকে ইডি গ্রেফতার করে। এরপর ২৭ জুলাই বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইট্স’ আবাসনে অর্পিতার নামে থাকা দুটি ফ্ল্যাটে ইডি অভিযান চালিয়ে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ উদ্ধার করে। সঙ্গে প্রচুর গয়না উদ্ধার হয়। ইডির দাবি, অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা নগদ ও ৫ কোটি ৮ লাখ টাকার গয়না উদ্ধার হয়েছে। সাতটি বিদেশি মুদ্রাও উদ্ধার হয়।
ইডির দাবি অনুযায়ী, সোনাদানা ও ফ্ল্যাট-বাড়ি মিলিয়ে প্রায় ৬০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এসএসসি নিয়োগের মামলায় সিবিআই পরবর্তী সময়ে পার্থ-অর্পিতাকে গ্রেফতার করে। এবার প্রাথমিকে নিয়োগের মামলায় তাঁদের গ্রেফতার করা হয়। অন্যদিকে, ২০২৩ সালের মার্চে তৎকালীন তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়নকে ইডি গ্রেফতার করে।