রাজ্যের খবর

পরীক্ষাহলে অসুস্থ, হাসপাতালের বেডেই মাধ্যমিক পরীক্ষা পাঁচ পড়ুয়ার

Five students take Madhyamik exams in hospital beds after falling ill in the exam hall

Truth Of Bengal: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠ্যাৎই অসুস্থ হয়ে পড়ে পাঁচ পড়ুয়া। এরপর তাদেরকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তারা। এমন অবস্থায় হাসপাতাল বেডে বসেই পরীক্ষা দিচ্ছেন তাঁরা।

অসুস্থ পরীক্ষার্থীরা হলেন পায়েল মজুমদার, মৈত্রী ব্যাপারী, মনিষা দেবনাথ ,আঁখী মোহন্ত ও বৈশাখী মন্ডল। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে পড়ুয়াদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তারা পরীক্ষা দিচ্ছেন। স্কুল কর্তৃপক্ষ, গাইঘাটা থানার পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতেই হাসপাতাল বেড়ে বসেই চলছে পরীক্ষা।

গত সপ্তাহে শুরু হয় মাধ্যমিক পরিক্ষা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান।
কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। শুরু থেকেই পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’ ও ‘টুকলি’ রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার্থীদের হাতে মোবাইল পেলে এই বছরের মতো পরীক্ষা বাতিল করা হবে বলে আগেই কড়া বার্তা দেওয়া হয়। সেই সঙ্গে একাধিক কড়া নিয়ম জারি করা হয়েছে।

এই বছর রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন। গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার জন বেশি। এবার ছাত্রদের সংখ্যা ৪  লক্ষ ২৮ হাজার ৮০৩। ছাত্রীদের সংখ্যা ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫ জন। এবার ছাত্রীদের সংখ্যা ছাত্রদের থেকে বেশি। এবার মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৮৩টি। আগামী ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শেষ হবে।

Related Articles