রাজ্যের খবর

পাথরপ্রতিমায় বিস্ফোরণ কাণ্ডে আটক বাজি কারখানার মালিক

Firecracker factory owner arrested in stone blast case

Truth Of Bengal: পাথরপ্রতিমায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। আর তাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮ জন। ইতিমধ্যেই এই ঘটনায় বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিককে আটক করেছে পুলিশ। তবে এখন অধরা কারখানার অপর একটি মালিক  তুষার বণিক। তাঁকে খুঁজতেই পরিবারের তরফে শুরু হয়েছে তল্লাশি।

পাথরপ্রতিমায় এই বিস্ফোরণ কাণ্ডে তদন্ত শুরু করেছে নবান্ন। রিপোর্ট তলব করা হয়েছে। আর সেখানে বাজি তৈরির বৈধ অনুমতি ছিল কিনা তা জিজ্ঞাসা করা হয়েছে। পাশাপাশি পুলিশের ভূমিকা সম্পর্কেও তথ্য দিতে বলা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা বিকট শব্দ শোনা যায় দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকায়। আর তাতেই প্রাণ হারান একই পরিবারের আটজন সদস্য। যাঁদের মধ্যে রয়েছে দু’জন সদ্যজাত-সহ চার শিশুও। ইতিমধ্যেই এই ঘটনায় বাজি কারখানার মালিক তথা দুই ভাই চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিকের বিরুদ্ধে খুনের চেষ্টায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়ে। পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Related Articles