রিষড়ার জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুনের গ্রাসে কারখানার একাংশ
Fire Breakout in Rishra Jutemil

The Truth of Bengal: নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হুগলিতে। সোমবার বিকেলে হুগলির রিষড়ার ওয়েলিংটন জুট মিলে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, আগুন লাগার সময় পুরোদমে কাজ চলছিল কারখানায়। সেই সময় হঠাৎ একটি মেশিনে আগুন লেগে যায়। কর্মরত শ্রমিকরা জানিয়েছেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে অন্যান্য জায়গায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। শ্রীরামপুর এবং রিসরা থেকে মোট ৪টি অগ্নি নির্বাপক গাড়ি এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন. কারখানার চারিদিক কালো ধোঁয়ায় ভরে যায়। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে কারখানার একটি অংশে। ভীত সন্ত্রস্ত কর্মীরা কোনওপ্রকারে কারখানা থেকে বেরিয়ে আসে। ধোঁয়া দেখে স্থানীয় মানুষরাও সাহায্যের জন্য ছুটে আসে কারখানায়। দমকলকর্মীরা জানিয়েছেন বক্তব্য, দমকলের ইঞ্জিনে পর্যাপ্ত জল না থাকায় আগুন নেভানোর কাজে কিছুটা বেগ পেতে হয়। যদিও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এবং হতাহতের কোনও খবর নেই।
এদিকে আজকের এই আগুন লাগার ফলে কারখানার যে সমস্ত কাঁচামাল ছিল তার সবই প্রায় পুড়ে ছাঁই হয়ে গেছে। এই কারখানায় পাট থেকে সুতো তৈরির কাজ হয়। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের প্রাচীন তম পাটকল গুলির মধ্য ওয়েলিংটন জুটমিল অন্যতম। এখানে প্রায় এক হাজার মতন কর্মী কাজ করেন, নতুন বছরের প্রথম দিনে এই ভয়াবহ আগুনের ফলে বিপদের মধ্যে পড়ল এখানকার কর্মীরা।
Free Access