রাজ্যের খবর

শিলিগুড়ি পুরনিগমের ট্রেড লাইসেন্স বিভাগে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য এলাকায় 

Fire at trade license department of Siliguri Purnigam, Chanchalya area

The Truth Of Bengal, Siliguri : ট্রেড লাইসেন্স বিভাগে অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে বুধবার শিলিগুড়ি পুরনিগমের ট্রেড লাইসেন্স বিভাগে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।

জানা গিয়েছে, এদিন স্থানীয়রা ও পুরনিগমের কর্মীরা প্রথমে ট্রেড লাইসেন্স বিভাগে আগুনের ধোঁয়া বেরোতে দেখতে পান। এই দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তড়িঘড়ি নিগমের কর্মীরা নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন পরে খবর দেন দমকলকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এতটাই যে মুহূর্তের মধ্যে কোন গ্রাস করে নেয়। পুরনিগমের কর্মী ও দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘটনাস্থলে রয়েছেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। তবে কিভাবে আগুন লেগেছে সেটা এখনো জানা সম্ভব হয়নি।

Related Articles