
Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুরের বেলদায় এক পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ৩ জন বাইক আরোহীর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, বেলদার ৬০ নং জাতীয় সড়কে এই পথ দুর্ঘটনা ঘটে যায়। যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা বেলদারই বাসিন্দা। মৃতরা হলেন অলীক দে, শান্তনু দাস, নরেন্দ্র সাহু। তাঁদের বয়স ৩০ বছরের মধ্যে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজেদের কাজকর্ম সেরে রাত্রি ১০ টা নাগাদ দু’টি বাইকে করে চার বন্ধু বেরিয়েছিল। তারা চারজন জাতীয় সড়কের পাশে কোনও রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে রাত্রি সাড়ে ১১ টা নাগাদ বেপরোয়া প্রাইভেট গাড়ি তাদের বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে চার যুবক। দ্রুত তাদের উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তিন জনকে মৃত ঘোষণা করেন। অপর এক যুবককে বেলদা থেকে স্থানান্তরিত করা হয়। তাকে মেদিনীপুরে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পড়ে থাকা ও চারচাকা গাড়িকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ গোটা এলাকায়।