রাজ্যের খবর

চন্দ্রকোণায় শস্য বীমার টাকার দাবিতে কৃষক আন্দোলন

Farmers protest for crop insurance in Chandrakona

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- শস্য বীমার টাকা না পেয়ে কৃষকদের আন্দোলন। রাস্তায় নেমেও বিক্ষোভ দেখালেও চাষীরা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ক্ষীরপায়ে। ২০২৪ সালের বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এলাকা গুলি বন্যার জলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই এলাকার কৃষকদের ক্ষতিপূরণ ঘোষণা করে।

চাষীদের দাবি এলাকার সহ কৃষি অধিকর্তা সঠিকভাবে রিপোর্ট না পাঠানোর জন্য আমরা ক্ষতিপূরণ পাচ্ছিনা। কৃষক উমাকান্ত মন্ডল বলেন, আমরা সরকারের এই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হলাম, আধিকারিকের ভুলে। সরকারি আধিকারিকরা যদি সঠিকভাবে তথ্য পাঠাতো, তাহলে আমরা আজকে শস্য বীমা টাকা পেতাম। অন্যদিকে চন্দ্রকোনা ১ নং ব্লকের কৃষি অধিকর্তা জানান এটা আমাদের কোন বিষয় নয়। আমরা সবকিছু পাঠিয়ে দিয়েছে জেলায় জেলা কি করেছেনা করেছে আমি বলতে পারব না।

এদিন চন্দ্রকোনা এক ব্লকের কৃষকেরা প্রথমে তারা কৃষি সহধিকর্তাকে ডেপুটেশন দেয়, সহ অধিকর্তার পদত্যাগ দাবি করেন। কৃষি সহ অধিকর্তার অফিসের সামনে বিক্ষোভ দেখান, পরে রাজ্য সড়ক অবরোধ করে কৃষকরা। ঘটনাস্থলে পৌঁছায় ক্ষীরপাই ফাড়ির পুলিশ! কয়েক ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে।

Related Articles