কিষান মান্ডিতেও দুর্নীতি, সরব ঝাড়গ্রামের চাষিরা
Farmers of Jhargram raise voice against corruption in Kisan Mandi

Truth of Bengal: ঝাড়গ্রামের কিষান মান্ডিতে চাষিদের থেকে অধিক পরিমাণে ধান কেটে নেওয়ার অভিযোগ প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে, সরকারি কিষাণ মান্ডিতে চাষিদের থেকে কুইন্টাল প্রতি তিন কিলোর জায়গায় ছয় থেকে সাত কিলো ধান বাটা নেওয়ার অভিযোগ উঠল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এর কৃষি দফতরের আধিকারিকদের বিরুদ্ধে।
চাষিদের অভিযোগ, যেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন কিষাণ মান্ডিতে চাষিরা সরাসরি ধান দিতে পারবেন, সেখানে প্রতি তিন কিলো ধান বাটা নিতে পারা যাবে। সেই জায়গায় দেখা যাচ্ছে যারা ধান কিনছেন, কোথাও ৬ কিলো বা তারও বেশি ধান বাটা দিতে হচ্ছে চাষিদের। কেন এই ধরনের ঘটনা ঘটবে? সেই নিয়ে সোচ্চার হয়েছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের চাষিরা।
এই বিষয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হেমন্ত ঘোষ বলেন, এ ধরনের বিষয় এখনো পর্যন্ত আমি শুনিনি, খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি। তবে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা আমি জানি, আমরা চাই সরকারি নিয়ম অনুযায়ী চাষিদের থেকে বাটা কেটে ধান কেনা হোক। তবে এই বিষয়ে প্রশাসনের কোন আধিকারিক মুখ খুলতে নারাজ।
এ প্রসঙ্গে গোপীবল্লভপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রঞ্জিত মহাকুল জানিয়েছেন, তিনিও বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে চাষিদের এই সমস্যাটার প্রতি নজর দেওয়া হবে যাতে তারা ধানের সঠিক মূল্য পান। চাষিদের আরও দাবি, তারা যাতে ফলনের ন্যায্য দাম পায় তা প্রথমে নিশ্চিত করতে হবে। কিষাণ মান্ডিতেই ধান কেনা নিয়ে দুর্নীতি চলছে।