রাজ্যের খবর

চন্দননগরে ছয় বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যু, শোকস্তব্ধ পরিবার

Family in shock after six-year-old child dies in Chandannagar

Truth Of Bengal: কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল ছয় বছরের শিশু নিখিল বিশ্বাস। কিন্তু সেই ঘুমই আর ভাঙল না। বুধবার বিকেলে মা ও দিদি ডাকতে গেলে সাড়া না মেলায় সন্দেহ হয় তাঁদের। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, শিশুটি অনেক আগেই মারা গেছে।

চন্দননগর কুন্ডুঘাট এলাকার বাসিন্দা নিখিল বিশ্বাসের পরিবারে শোকের ছায়া। নিখিলের বাবা নবকুমার বিশ্বাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাম্প অপারেটর। মা তনুশ্রী বিশ্বাস বুধবার দুপুরে কিছু সময়ের জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন। তাঁদের মেয়ে তখন স্কুলে পরীক্ষায় ব্যস্ত। বাড়িতে একা থেকে কার্টুন দেখতে শুরু করে নিখিল।

বিকেলে মা ও দিদি ফিরে এসে দেখেন নিখিল দোতলার ঘরে কম্বল মুড়ে ঘুমিয়ে আছে। ডাকতে গিয়ে দেখা যায় তার হাত-পা ঠান্ডা। তৎক্ষণাৎ চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

তনুশ্রী বিশ্বাস বলেন, “ছেলে সুস্থই ছিল। দুপুরে কার্টুন দেখছিল। মেয়ে এসে দেখে ও কম্বল গায়ে শুয়ে আছে। ডাকতে গিয়ে বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে। তখনই ওর বাবাকে খবর দিই।” নবকুমার বিশ্বাস জানান, “ছেলের কোনও অসুস্থতার খবর ছিল না। হঠাৎ এমন কী হয়ে গেল, বুঝতে পারছি না।”

পুলিশ জানিয়েছে, শিশুটির দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি অস্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। নিখিলের দেহ ময়নাতদন্তের জন্য হুগলির ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

চন্দননগর থানার পুলিশ ইতিমধ্যেই পরিবারের সঙ্গে কথা বলেছে। প্রাথমিক তদন্তে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। বৃহস্পতিবার ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

পরিবারের এই আকস্মিক শোক গভীরভাবে নাড়া দিয়েছে স্থানীয় বাসিন্দাদের। কী কারণে এই অকাল মৃত্যু, তার উত্তর খুঁজছে সকলে।

Related Articles