রাজ্যের খবর

বড় কারখানার শিল্পশহর হলদিয়ায়, কর্মসংস্থান হবে বহু মানুষের

Factory is in the industrial city of Haldia

The Truth of Bengal: আবার একটি বড় কারখানা শিল্পশহর হলদিয়ায়। ৫০ কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা নবনির্মিত কারখানায় কর্মসংস্থান হবে বহু মানুষের। দুর্গাচক থানা এলাকার রঘুনাথচকে হলদিয়া পেট্রোকেমিক্যালস এর অনুসারী শিল্প কারখানা ‘এডপ্লাস কেমিক্যালস অ্যান্ড পলিমার্স প্রাইভেট লিমিটেড’ নামে কারখানাটির উদ্বোধন করেন করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তানবীর আফজল। কারখানাটির বিশেষত্ব হল পরিবেশকে গুরুত্ব দিতে দূষণমুক্ত হিসেবে গড়ে তোলা হয়েছে।

এই কারখানাটিতে উৎপাদন হবে অত্যন্ত উন্নতমানের পলিমার। যা বিভিন্ন গৃহ সরঞ্জাম ইত্যাদি তৈরির ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহৃত হয়। চ্যাটার্জি গ্রুপ প্রাথমিক পর্যায়ে ৫০ কোটি টাকা দিয়ে এই কারখানাটি তৈরি করেছে। ২০২২ সালে কারখানাটির শিলান্যাস করা হয়েছিল। স্বল্প সময়ের মধ্যে কারখানাটির উৎপাদন শুরু হল। এখানে স্থানীয় ৩০ জন ইঞ্জিনিয়র ছাড়া অনেক কর্মী নিয়োগের সম্ভাবনা রয়েছে। জেলাশাসক ছাড়াও কারখানার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কে সুধীর, হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সর্বক্ষণের ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার নভনীত নারায়ণ এবং অ্যাডপ্লাস কেমিক্যালস এন্ড পলিমার্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অশোক কুমার ঘোষ।

জেলাশাসক তানভীর আফজাল জানান, হলদিয়ায় কিছু কিছু কারখানার গেটের বাইরে বর্জ্য জমিয়ে রাখার প্রবণতা দেখা যাচ্ছে। সেই বর্জ্য থেকে ব্যাপক দূষণ হচ্ছে। সেই সমস্ত কারখানা কর্তৃপক্ষকে চিঠি ধরানো হচ্ছে। কিছুতেই এই ধরনের কাজকে বরদাস্ত করা হবে না।

Related Articles