
The Truth of Bengal: কোচবিহারে সভা থেকে বীরভূমের বিজেপি প্রার্থীকে নিয়ে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বীরভূমে বিজেপি প্রার্থী যিনি ২০১৯ এ কোচবিহারের এসপি ছিলেন, সেই সময় শীতলকুচিতে পাঁচজনকে গুলি করে মারা হয়। রাজবংশী ও সংখ্যালঘু ভাইকে খুন করা হয়েছে। বিজেপি তৎকালীন এসপিকে এবারের ভোটে প্রার্থী করেছে। এদিনের সভা থেকে একাধিক বিষয়ে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের সভা থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে কড়া আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা।
বাংলার বিভিন্ন প্রকল্পের প্রাপ্য টাকা গায়ের জোরে আটকে রাখা হয়েছে। যে টাকা কেন্দ্রে দেওয়ার কথা সেই টাকা মেটাচ্ছে বাংলার সরকার। কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে। বাংলার জনগণ এর জবাব দেবে লোকসভা নির্বাচনে। তৃণমূল সুপ্রিমো বলেন, ১০০ দিনের কাজে রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে। আবাস যোজনার প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না বাংলাকে। গ্রাম বাংলার রাস্তা নির্মাণের টাকাও কেন্দ্র আটকে রেখেছে। গায়ের জোরে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। কিভাবে বাংলাকে ভাতে মারা যায় তার ষড়যন্ত্র তৈরি হচ্ছে দিল্লির বিজেপির কার্যালয় থেকে।
নাম না করে কোচবিহারের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও কড়া আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘আমাদের দল থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আমাদের আপদ বিজেপির সম্পদ হয়েছে।’ তৃণমূল সুপ্রিমো বলেন কেন্দ্রে যবে থেকে বিজেপি ক্ষমতায় এসেছে তবে থেকে বাংলার ওপর অত্যাচার চলছে। বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে বিরোধীদের মুখ বন্ধ করতে। দেশে মূল্যবৃদ্ধি ঘটছে। ‘ওদের একটাই নীতি, এক দেশ এক দল।’ উত্তরবঙ্গে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে একাধিক বাড়ি ভেঙে পড়ে। কেন্দ্র আবাস যোজনা টাকা বন্ধ রাখলেও রাজ্য সেইসব দুর্গত মানুষদের বাড়ি তৈরি করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় এ দিনের সভা থেকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, বিষয়টা যেন ঝুলিয়ে না রাখা হয়। বিজেপির পার্টি অফিস থেকে সাধারণ মানুষকে ফোন করে বলা হচ্ছে আবাসের জন্য নাম লেখাতে। সেই বিজেপির সরকার আবাস যোজনা টাকা দিচ্ছে না বাংলাকে।