রাজ্যের খবর

ময়লা পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরণ, আহত দুই সাফাই কর্মী

Explosion to clean garbage, two cleaners injured

Truth Of Bengal: দেবাশীষ গুছাইত, হাওড়া: মালিপাঁচঘড়া থানার অন্তর্গত ঘুসুরিতে একটি বন্ধ থাকা লোহার কারখানার জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে জখম হলেন দুজন সাফাই কর্মী। এলাকার মানুষজন জানান হঠাৎ বিকট শব্দ শুনতে পান।কারখানায় গিয়ে দেখেন দুজন সাফাই কর্মী গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছন।

স্থানীয়রাই তাদের উদ্ধার করে স্থানীয় টি এল জয়সওয়াল হাসপাতালে নিযে যাওয়া হয় সেখানেই তাদের চিকিৎসা চলে ।আহত সাফাই কর্মীদের মধ্যে দুজনেই তারা স্বামী স্ত্রী , দুলাল বাউরি ও তরুলতা বাউরি । খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালিপাঁচঘড়া থানার পুলিশ তদন্ত শুরু হয়েছে। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণ কিভাবে হলো তা জানার চেষ্টা চলছে।

জি এস রায় নামে এক বাসিন্দা জানান ওই দুজন যখন কারখানার গোডাউনের ভিতরে জঞ্জাল সাফ করছিলেন তখন আচমকা কিছু একটা ফাটে। ছুটে এসে দেখি দুজনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। মনে হয় অ্যাসিড বিস্ফোরণ থেকে এমনটা হয়েছে পুলিশ তদন্ত করুক।

কোনো অ্যাসিড জাতীয় কিছু থেকে এই বিস্ফোরক নাকি বোমা ফেটে এই বিস্ফোরণ তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশের তরফ থেকে ওই স্থান বাঁশ দিয়ে ঘিরে দেয়। ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে এসে তদন্ত শুরু করেন পুলিশ। তদন্তে কি উঠে আসে সেই দিকে তাকিয়ে থাকতে হবে।

Related Articles