রাজ্যের খবর

কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ: দুই বিজেপি বিধায়ককে ‘গো ব্যাক’ স্লোগান

Explosion at firecracker factory in Kalyani: 'Go back' slogans for two BJP MLAs

Truth Of Bengal: কল্যাণীর রথতলা এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক মহিলা, যার অবস্থা আশঙ্কাজনক। এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

এই ঘটনার পরই কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় এবং চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ ঘটনাস্থলে যান। তাঁদের উপস্থিতিতেই উত্তেজনা আরও বাড়ে। অভিযোগ, তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁদের ঘিরে ধরে ‘গো ব্যাক’ স্লোগান দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁদের নিরাপদে সরিয়ে দেয়।

বিধায়ক অম্বিকা রায় বিস্ফোরণের ঘটনায় প্রশাসনের গাফিলতির অভিযোগ তোলেন। তিনি বলেন, “দমকলের প্রবেশের জন্য পর্যাপ্ত রাস্তা ছিল না, বাজি কারখানাটি কীভাবে এতদিন চলছিল?” এই ঘটনার এনআইএ তদন্তের দাবি তুলেছেন বিজেপি বিধায়করা।

শুক্রবার কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রথতলায় বিস্ফোরণের ফলে নিহত হন ৬০ বছরের বাসন্তী চৌধুরী, ৬০ বছরের অঞ্জলি বিশ্বাস, ৩৫ বছরের রুমা সোনার এবং ৪০ বছরের দুর্গা সাহা। আহত উজ্জ্বলা ভুঁইয়ার (৪৯) অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। সরু গলিতে বাজি কারখানাটি থাকায় দমকলের গাড়ি প্রবেশ করতে সমস্যা হয়। স্থানীয় বাসিন্দারা বালতি করে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বিস্ফোরণের কারণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে—কীভাবে চোখের আড়ালে এমন বিপজ্জনক বাজি কারখানা চালু ছিল?

স্থানীয় বাসিন্দারা দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন। প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles