কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৪, নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা
Explosion at firecracker factory in Kalyani, 4 dead, death toll likely to rise

Truth Of Bengal: কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণ, এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে কমপক্ষে ৪ জন মারা গিয়েছে। আরও এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ভয়ংকর বিস্ফোরণে ধ্বংসস্তূপের রূপ নিয়েছে কারখানা, উড়ে গেছে ছাদ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বিশাল বাহিনী। সেখানে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপারও পৌঁছায়।
কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৪, নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা pic.twitter.com/9TKFgzcpSl
— TOB DIGITAL (@DigitalTob) February 7, 2025
পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে কল্যাণী পুরসভার ২০ নম্বর ওর্য়াডের রথতলা এলাকার একটি কারখানায় এই ভয়াবহ ঘটনাটি ঘটে। এই ঘটনায় তিন মহিলা-সহ এক পুরুষের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় আরও এক মহিলাকে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে কারখানার ছাদও।