রাজ্যের খবর

ডুয়ার্সে আতঙ্কের অবসান! বনদফতরের পাতা খাঁচায় বন্দি চিতাবাঘ

End of panic in Duars! Leopard caged in leaf cage of forest department

The Truth Of Bengal : জলপাইগুড়ি : ফের বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি হল চিতাবাঘ। ডুয়ার্সের বানারহাট ব্লকের লক্ষীপাড়া চা বাগানের ঘটনা। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গেছে, বেশ কিছু দিন ধরে লক্ষীপাড়া চা বাগানে চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপর বনদপ্তরের কাছে আবেদন জানানো হলে লক্ষীপাড়া চা বাগানের বিবি ৬ ওয়েস্ট ডিভিশনে খাঁচা বসানো হয়। আর এদিন সকালে চিতাবাঘের গর্জন শুনতে পান বাসিন্দারা। এরপর কাছে গিয়ে দেখেন একটি চিতা বাঘ খাঁচাবন্দি হয়েছে। খবর পেয়ে অনেকেই চিতাবাঘ দেখতে ভিড় জমান। পরবর্তীতে বিন্নাগুরি বন্যপ্রাণ দপ্তরের কর্মীরা এসে চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায়। চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষার পর সেটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে। এই সম্পূর্ণ ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার অন্তর্গত ডুয়ার্সের বানারহাট ব্লকের লক্ষীপাড়া চা বাগান এলাকায়।

Related Articles