রাজ্যের খবর

বাঁকুড়ায় হাতিরা হানায় মৃত ১, এলাকায় চাঞ্চল্য

Elephants attack Bankura, 1 dead, panic in the area

The Truth Of Bengal, কৈলাস বিশ্বাস, বাঁকুড়া : ফের হাতির হামলায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার উত্তর বনবিভাগের অন্তরে বড়জোড়া রেঞ্জের শ্যামপুর গ্রামে। ঘটণায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা যায়, শনিবার সকালে পুকুরে যাওয়ার সময় জঙ্গল থেকে খাবার খুঁজে বেরিয়ে আসা বুনো হাতির মুখোমুখি পড়ে যান তিনি। নাগালে পেয়ে ওই ব্যক্তিকে পা দিয়ে থেঁতলে মারে ওই উন্মত্ত হাতিটি। বনদপ্তর সূত্রে খবর মৃত ওই ব্যক্তির নাম কালিপদ বাউরী(৫৯)। ঘটনার পরেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ক্ষোভে ফুটছেন এলাকার মানুষজন। অভিযোগ গত প্রায় এক বছর ধরে একটি বুনো হাতির দল ওই এলাকায় ঘাঁটি গেড়ে রয়েছিল।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই দলের সংখ্যাগরিষ্ঠ হাতি ফেরত যায় পশ্চিম মেদনীপুর। বনদপ্তর সূত্রে খবর, তারপরেও বেশ কয়েকটি দলছুট হাতি এই এলাকায় রয়ে গিয়েছে। শ্যামপুর, ডাকাইসিনি, পাবয়া জঙ্গলে ঘোরাফেরা করছে হাতিগুলি। শনিবার একটি বুনো হাতি শ্যামপুরের জঙ্গল থেকে বেরিয়ে জঙ্গল লাগোয়া গ্রামে ঢুকে পড়ে। সেই সময় ওই পৌঢ় হাতিটির মুখোমুখি পড়ে যান। পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে । ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে।

FREE ACCESS

Related Articles