রাজ্যের খবর

গরমে নিরবচ্ছিন্ন রাখতে হবে পরিষেবা, CESC-কে কড়া নির্দেশ বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের

Electricity Minister Aroop Biswas has given strict instructions to CESC to maintain uninterrupted service in summer

The Truth Of Bengal : চলছে গরমের দাপট। যে গরম গত ৫০ বছরের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। এমন অবস্থায় বাড়ছে বিদ্যুতের চাহিদা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। তবে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে চালানো। এই গরমে এখনও বিদ্যুৎ নিয়ে বড় কোনও বিপত্তি হয়নি। তবে শহর কলকাতায় কোনও কোনও জায়গায় পরিষেবা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে বিদ্যুৎ উন্নয়ন ভবনে CESC-র উচ্চপদস্থ আধিকারিক ও বিদ্যুৎ সচিব শ্রী শান্তনু বসুকে নিয়ে একটি জরুরি বৈঠক করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।

বৈঠকে মন্ত্রী CESC কর্তৃপক্ষকে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে বিদ্যুৎ বিভ্রাটের জন্য ভর্ৎসনা করেন। সেখান যাতে পরিষেবা ঠিক করা হয় সেই নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তিনি CESC কর্তৃপক্ষকে আরও নির্দেশ দেন, যেখানে ‘টেকনিক্যাল ফল্ট’ হবে সেখানে অবিলম্বে CESC-র কাছে যে ১০০টি জেনারেটর রয়েছে তা দিয়ে দ্রুত বিদ্যুৎ পরিষেবা চালু করতে হবে। সেই সঙ্গে তিনি আবারও CESC-কে লোকবল ও মোবাইল ভ্যান বাড়ানোর নির্দেশ দেন।

তীব্র দাবদাহে সাধারণ মানুষের যাতে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে কোনও অসুবিধা না হয় সে দিকে দ্রুততার সঙ্গে নজর দিতেও বলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। CESC-কে মন্ত্রী মনে করিয়ে দেন, সাধারণ মানুষকে যেন কোনও ভোগান্তি না পোহাতে হয়।

Related Articles