রাজ্যের খবর
Trending

রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দল ও পুলিশ প্রশাসনের সঙ্গে ম্যারাথন বৈঠক

Election commission full bench meeting with political parties and police administration

The Truth Of Bengal : লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা এখনো হয়নি। কিন্তু তার আগেই ভোটের বাদ্যি বেজে গিয়েছে। বিজেপি নিজেদের প্রথম দফার প্রার্থী তালিকাও ঘোষণা করে দিয়েছে। এরই মধ্যে রবিবার রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আজ অর্থাৎ সোমবার প্রথমে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে এবং পরে রাজ্যের প্রশাসনের কর্তাদের সাথে বৈঠক করতে চলেছে কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যের সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়ে তারপরেই দিল্লি ফিরে গিয়ে লোকসভা ভোটের ঘোষণার প্রস্তুতি নেবে জাতীয় নির্বাচন কমিশন। এমনটাই মনে করছে প্রশাসনিক কর্তারা।

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ৪ মার্চ অর্থাৎ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় স্তরে এবং রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সাথে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। কমিশনের তরফে সেই সূচি প্রকাশ করা হয়েছিল। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই বৈঠক। সূত্রের খবর প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে ১৫ মিনিট করে বৈঠকে বসবে কমিশন এবং তাদের অভিযোগ ও বক্তব্য শুনবে। এরপর একই দিনে দ্বিতীয় দফায় বেলা সাড়ে ১১টা থেকে টানা বৈঠক চলবে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ডিভিশনাল কমিশনারদের নিয়ে।

আগামীকাল অর্থাৎ ৫ মার্চ মঙ্গলবার কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে বসবে বিভিন্ন এজেন্সি গুলির সঙ্গে। এই বৈঠক চলবে সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত। এরপর বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মুখ্য সচিব এবং পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। এরপর সমস্ত বৈঠক শেষে বেলা ১২:৩০ টায় সাংবাদিক সম্মেলন করবে কমিশনের ফুল বেঞ্চ।

 

FREE ACCESS

Related Articles