রাজ্যের খবর

ওষুধ আনার নাম করে বেরিয়ে নিখোঁজ বৃদ্ধা

Elderly woman goes missing in the name of medicine

Truth of Bengal: সুব্রত বিশ্বাস, উত্তর দিনাজপুর: ওষুধ আনার নাম করে নিখোঁজ হয়ে গেল এক বৃদ্ধ মহিলা।  ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পন্ডিতপোতা ২ গ্রাম পঞ্চায়েতের সুকানিভিটা বিহারী বস্তি এলাকায়। তবে কোথায় গেছেন তিনি তা এখন স্পষ্ট নয়। এই  ঘটনায়  এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

জানা গিয়েছে, বৃদ্ধ মহিলার নাম চোহন সুগিয়া বয়স ৮০ বছর । বৃদ্ধ ওই মহিলার ছেলে সুধাময় চৌহান জানিয়েছেন, ‘ চলতি মাসের ৮ই এপ্রিল বাড়ি থেকে আমার মা যায় ওষুধ কিনতে তারপর থেকেই আর মাকে পাওয়া যাচ্ছে না।  ইসলামপুর থানায় লিখিত নিখোঁজ অভিযোগও করেছি। এখনো পর্যন্ত ইসলামপুর গোয়ালপুকুর চোপড়া বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছি মায়ের কোন খোঁজ পাচ্ছিনা তাই সংবাদ মাধ্যমের কাছে দ্বারস্থ হলাম।  আমার মাকে যদি কেউ কোথাও দেখে থাকে তাহলে আমাকে একটু খোজ দিবেন।‘

অন্যদিকে গ্রামের বাসিন্দারাও খুঁজে বেড়াচ্ছেন চোহনদেবীকে। কোথায় গেলেন তিনি তা এখন স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই আচমকাই বৃদ্ধা নিখোঁজ হতে কার্যত মাথায় হাত পড়েছে পরিবারের। গ্রামের সকলেই এখন চিন্তিত বৃদ্ধাকে নিয়ে।

Related Articles