রাজ্যের খবর

বোলপুরে মিশন কম্পাউন্ডের একটি বেসরকারি ব্যাংকে হানা দিল ইডির আধিকারিকরা

ED officials raided a private bank in Mission Compound in Bolpur

The Truth of Bengal: বীরভূম জেলার বোলপুরে আবারও তৎপরতা দেখা গেলো ইডির আধিকারিকদের। বুধবার দুপুরে বোলপুরে মিশন কম্পাউন্ডের একটি বেসরকারি ব্যাংকে হানা দিল ইডির আধিকারিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাইরে মোতায়েন প্রচুর পরিমাণে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী। গরু পাচার মামলায় প্রথমে বীরভূম জেলার দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে সিবিআই পরে ইডি গ্রেপ্তার করে।

ইতিমধ্যেই তিনি তিহার জেলে বন্দি রয়েছেন। দফায় দফায় বোলপুরে সিবিআই ও ইডির আধিকারিকরা হানা দেয়। ফের আবারও বোলপুরে বুধবার দুপুরে মিশন কম্পাউন্ডের একটি বেসরকারি ব্যাংকে হানা দিল ইডির আধিকারিকরা। সূত্রের খবর, বোলপুরে জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে কালী মন্দিরের মা কালীকে প্রতিবছর কালীপুজোর সময় ৫৬০ ভরি সোনা দিয়ে সাজিয়ে তোলা হত।

সেই সোনার গহনার কাগজপত্র খতিয়ে দেখতে ইডির আধিকারিকরা এই ব্যাংকে হানা দেয়। ইতিমধ্যেই তারা ব্যাংকে রয়েছেন। সমস্ত কাগজপত্র খতিয়ে দেখার পাশাপাশি তারা ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলছেন। প্রায় চার ঘন্টা ধরে তারা ব্যাংকের ভিতরে রয়েছেন।

Related Articles