রাজ্যের খবর
Trending

ঐতিহ্যবাহী পৌষমেলা উপলক্ষে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল, যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত

Eastern Railway will run special trains on the occasion of the traditional Paush Mela.

The Truth Of Bengal: ফের শুরু হচ্ছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা।স্বাভাবিক কারণে এবার ব্যাপক ভিড়ের আশঙ্কা করা হচ্ছে। স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

জানা যাচ্ছে, জেনারেল সেকেন্ড ক্লাসে ভ্রমণের সুযোগ পাবেন পৌষমেলার পর্যটকরা। আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর হাওড়া-রামপুরহাট স্পেশাল ট্রেন। সকাল ৭টা ১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে পৌষমেলা স্পেশাল ট্রেন।রামপুরহাটে বেলা ৩টেয় যাত্রা শুরু করে হাওড়া ফিরবে সন্ধ্যা ৭টায়। যাত্রাপথে ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর, প্রান্তিক, আহমেদপুর ও সাঁইথিয়ায় থামবে।

শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা। স্বাভাবিক কারণে এবার ব্যাপক ভিড়ের আশঙ্কা। সেই কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। জেনারেল সেকেন্ড ক্লাসে ভ্রমণের সুযোগ পাবেন পৌষমেলার পর্যটকরা। আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত এই স্পেশাল ট্রেন যাতায়াত করবে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে ব্যান্ডেল, বর্ধমান হয়ে রামপুরহাট পর্যন্ত চলাচল করবে স্পেশাল ট্রেন। সকাল ৭টা ১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে পৌষমেলা স্পেশাল ট্রেন। সেটা রামপুরহাট পৌঁছবে সকাল ১১টায়। রামপুরহাটে বেলা ৩টেয় যাত্রা শুরু করে হাওড়া ফিরবে সন্ধ্যা ৭টায়। যাত্রাপথে ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর, প্রান্তিক, আহমেদপুর ও সাঁইথিয়ায় থামবে এই স্পেশাল ট্রেন।

Free Access

Related Articles