অফবিটরাজ্যের খবর

স্কুলে ড্রাগন ফল চাষ! চাষিদের উৎসাহ দিচ্ছে পড়ুয়ারা

Dragon Fruit

The Truth of Bengal: অত্যন্ত উপকারী ও মূল্যবান ড্রাগন ফল চাষ হচ্ছে স্কুলে। নিজেদের হাতে ফলানো সেই ড্রাগন ফল খাওয়ার সুযোগ পাচ্ছে স্কুলের খুদেরা। নিজেদের হাতে চাষ করে ফসল ফলানোর অনুভূতি পেয়ে খুশি প্রত্যেকে। একদিকে চলছে পড়াশোনা। অন্যদিকে ফাঁকা সময়ে গাছের পরিচর্যা করছে খুদে পড়ুয়ারা। ড্রাগন চাষের পদ্ধতি থেকে পরিচর্যার সমস্ত কিছু পড়ুয়াদের হাতেকলমে শেখাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা।

মালদার শোভনগর হাইস্কুলের পড়ুয়ারা স্কুল ভবনের ছাদে ড্রাগন ফলের বাগান তৈরি করে নজির তৈরি করেছে। পড়ুয়াদের হাত দিয়ে বেশ কিছু ড্রাগন ফলের গাছ লাগানো হয়েছিল স্কুল ভবনের ছাদে। নিয়মিত সেই চারাগুলির পরিচর্যা করে এসেছে পড়ুয়ারা। প্রায় দেড় বছর ধরে পরিচর্যা করার পর এই মরসুমে ফল এসেছে গাছে। এখন ফল আসতেই ব্যাপক উদ্দীপনা পড়ুয়াদের মধ্যে। ড্রাগন ফলের বাগান তৈরি করে সেই ফল খেতে পেয়ে প্রত্যেকের খুশি।

এই স্কুলের পরিবেশ আর পাঁচটা স্কুলের থেকে একটু অন্যরকম। স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য পার্শ্বশিক্ষকদের সহযোগিতায় স্কুল ক্যাম্পাস এক অন্য মাত্রা পেয়েছে। এবার স্কুলের খুদে পড়ুয়াদের ফল চাষের প্রশিক্ষণ দিয়ে নজির সৃষ্টি করল। এখন স্কুলের তরফ থেকে ড্রাগন ফল চাষ করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে কৃষকদের। পড়ুয়ারা এই ড্রাগন বাগান তৈরির বিষয়টি এখন জেনে গিয়েছে আশপাশের বাসিন্দারা। অনেকে  চাষে আগ্রহ প্রকাশ করছেন। গাছ লাগানোর দেড় বছরের মধ্যে ড্রাগন ফল আসায় একদিকে যেমন ছাত্র-ছাত্রীরা খুশি, অন্যদিকে এলাকার বাসিন্দাদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে।

Related Articles