রাজ্যের খবর

বহরমপুরে রম-রমিয়ে বিক্রি সজনে ফুল, এর উপকারিতা জানেন কি

Do you know the benefits of selling flowers in Baharampur?

The Truth Of Bengal: সজনে শাক অথবা সজনে ডাঁটা আমরা অনেকেই খেয়ে থাকি। কিন্তু আপনি কি কখনো খেয়েছেন এই ফুল?মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরে এখন রম-রমিয়ে বিক্রি হচ্ছে এই ফুল। যা কিনতে মানুষজনের ব্যাপক চাহিদা। বিশেষজ্ঞদের মতামত বসন্তের মৌসুমের এই ফুল অনেক রোগ ব্যাধির নিরাময় করে।

চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য জানান, “সজনে ফুলের মধ্যে রয়েছে ভিটামিন এ, বি ১, বি২, বি৩ এবং সি। এছাড়াও এই ফুলের মধ্যে ক্যালশিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ পাওয়া যায়। ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার বিশেষ ক্ষমতা রয়েছে সজনে ফুলের মধ্যে। দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে এই ফুল।”

বর্তমানে এই ফুল ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খুচরো বাজারে। পাইকারি দরে কখনো ৬০ থেকে ৮০ টাকা আবার কখনো ৫০ থেকে ৬০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে এই ফুল।

FREE ACCESS

Related Articles