রাজ্যের খবর

কার্নিভ্যাল-উন্মাদনা জেলায় জেলায়, মেগার আগে মিনি কার্নিভ্যাল

Districts Carnival

The Truth of Bengal: মঙ্গলবার বিজয়া দশমী দিয়ে শেষ হয়েছে এবারের দুর্গোৎসব। তবে পুজো শেষ হলেও এখনও রয়ে গিয়েছে আনন্দের রেশ। পুজোর পর এবার কার্নিভ্যাল ঘিরে মেতে উঠেছে মানুষ। শুক্রবার বিকেলে রেড রোডে শহরের সেরা শতাধিক পুজোর প্রতিমা নিয়ে হবে মেগা কার্নিভ্যাল। তার আগে বৃহস্পতিবার জেলায় জেলায় হল মিনি কার্নিভ্যাল। ব্যারাকপুর, আসানসোল, বহরমপুর, বারুইপুর, বাঁকুড়া থেকে শুরু করে গোটা বাংলা মেতে ওঠে পুজো কার্নিভ্যালে। প্রশাসনিক ব্যবস্থাপনায় সুচারু ভাবে সম্পন্ন হয় জেলার পুজো কার্নিভ্যাল। মানুষের উৎসাহ-উদ্দীপনা ছিল দেখার মতো। ভিড়ের নিরিখে জেলার বড় বড় পুজোর প্রতিমাগুলি জায়গা পায় কার্নিভ্যালে।

বাছাই সেই প্রতিমাগুলি নিয়ে আয়োজন করা হয় কার্নিভ্যাল। নেতা-মন্ত্রীদের পাশপাশি বিনোদন জগতের তারকারা হাজির ছিলেন কার্নিভ্যালে। শোভাযাত্রা সহকারে এক এক করে এগিয়ে যায় প্রতিমাগুলি। তুলে ধরা হয় লোকনৃত্য সহ নানা সাংস্কৃতিক কলা। রাস্তার ধারে দর্শকদের বসার জন্য ব্যবস্থা করা হয়। সেখান থেকে কার্নিভ্যাল উপভোগ করেন সবাই। কিছুটা পথ পার হয়ে নদী ও জলাশয়ে নিরঞ্জন হয় প্রতিমাগুলি।প্রস্তুতিপর্ব থেকেই প্রশাসনের তরফে ব্যাপক নজরদারি চালানো হয়। কোথাও যেন কোনও ফাঁক না থাকে, সেটা নিশ্চিত করা হয় প্রশাসনের তরফে।

সবচেয়ে বেশি নজর রাখা হয় দর্শনার্থীদের নিরাপত্তার দিকে। কার্নিভ্যাল সুষ্ঠুভাবে পরিচালনা করতে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। ঘাটে ঘাটে রাখা হয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের। গোটা প্রক্রিয়ায় ড্রোন উড়িয়ে চলে নজরদারি। যে কোনও বিপত্তি এড়াতে দর্শনার্থীদের জন্য রাখা হয় অ্যাম্বুল্যান্স ও দমকল। একযোগে জেলায় জেলায় হওয়া কার্নিভ্যাল শেষ হয় নির্বিঘ্নে। জেলার কার্নিভ্যাল শেষ। এবার শুক্রবার বিকেলে কলকাতার রেড রোডে হতে চলেছে মেগা কার্নিভ্যাল। তারপর আনুষ্ঠানিক ভাবে শেষ হবে এবছরের দুর্গোৎসব।

Free Access

Related Articles