রাস্তার বেহাল দশায় অসন্তোষ, রং না দেখে হাল ফেরাচ্ছে প্রশাসন
Dissatisfaction with the poor condition of the roads

The Truth of Bengal: রুখা-সুখা বাঁকুড়ার রাস্তাও বর্ষায় বেহাল হয়ে পড়েছে। ইন্দাসের খোশবাগ থেকে পাত্রসায়েরের বালসি পর্যন্ত ৮কিলোমিটার রাস্তার অবস্থা খারাপ। ব্যস্ততম রাস্তায় কোথাও হাঁটু জল,কোথাও আবার এবড়ো–খেবড়ো রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। কিছুই করেন না বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। এই সমস্যার আমাদের কাছ থেকে শোনার পর রাস্তা সারাইয়ের আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক।
বর্ষার বৃষ্টিতে রাস্তায় জমছে জল। আর তাতে বেহাল হয়ে পড়ছে রাস্তা। রাজ্যের অন্যান্য জেলার মতোই বাঁকুড়াতেও রাস্তার হতশ্রী দশা সামনে এল। দেখা যাচ্ছে,ইন্দাসের খোশবাগ থেকে পাত্রসায়ের বালসি পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তার কঙ্কাল সার অবস্থা। রাস্তায় বড় বড় গর্ত,কোথাও আবার হাঁটু সমান জল। জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করতে হচ্ছে নিত্যযাত্রীদের। এলাকার সাধারণ মানুষের মতোই স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, মুমূর্ষু রোগী প্রত্যকেই ভোগান্তির শিকার। এলাকার মানুষ জানাচ্ছেন ইন্দাস ব্লকের মানুষজন এবং পাত্রসায়ের ব্লকের কিছু মানুষেকে বিষ্ণুপুর হাসপাতালে এবং বিষ্ণুপুর বাঁকুড়ায় দরকারি কাজে যাবার জন্য এই সোজাপথই তাঁদের ব্যবহার করতে হয়। কিন্তু সেই জনপথ দিয়ে এখন চলাচল করতে গিয়ে বা গাড়ি যাতায়াত করার সময় জেরবার হতে হচ্ছে। কবে হবে এলাকার রাস্তা ? কবে হবে তাদের সমস্যার সমাধান সেই অপেক্ষায় দিন গুনছে ইন্দাস পাত্রসায়েরের মানুষজন।বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি জানান, রাস্তাটি যে এলাকায় রয়েছে,সেই এলাকার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এমপি ল্যাডের টাকা কোথায় গেল? এলাকাবাসীর মতোই এই প্রশ্ন তুলছেন তৃণমূল নেতৃত্ব।
ওই এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে, এমনকি এই রাস্তাটিও ইতিমধ্যেই ইন্দাস ব্লক থেকে প্রপোজাল পাঠানো হয়েছে কিছুদিনের মধ্যেই রাস্তা সংস্কার হবে। রাজনীতির রং না দেখে উন্নয়নের পথ শক্ত করার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক। বিজেপি সাংসদ ভোটের সময় এলেও বাকি সময় আসেন না বলে অভিযোগ। কাজের কাজ কিছু করেন না। তাই দলমত নির্বিশেষে মানুষ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এই অবস্থায় প্রশাসন রাস্তার হাল ফেরাতে হাল ধরতে চাওয়ায় আশার আলো দেখছে গ্রামবাসীরা।