বিজেপির অন্দরে ভাঙ্গন, দল ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম
Disruption within BJP, Jhargram MP Kunar Hembram left the party

The Truth Of Bengal, দেবব্রত বাগ, ঝাড়গ্রামঃ সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই ফের বড়সড় ভাঙন বঙ্গ বিজেপিতে। ঝাড়গ্রাম জেলা জুড়ে যখন লোকসভা ভোটের আগাম প্রচারে ব্যস্ত বিজেপি। এমনকি বিভিন্ন জায়গা জোর কদমে চলছে দেওয়াল লেখনের কাজ। ঠিক সেই সময় হটাৎ দল ছাড়লেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপীর সাংসদ (MP) কুনার হেম্বরম ।
ইতিমধ্যে জেলা বিজেপির অন্দরে লোকসভা ভোটের টিকিট নিয়ে চলছে গোষ্ঠী কোন্দল। শুধু তাই নয় এই দ্বন্দের জেরে বিভিন্ন বিজেপি নেতারা বিজেপির দল থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। আর এবার রাজ্যে ২০ আসনে বিজেপির পার্থী দের নাম ঘোষণা করার পর, জেতা দুটি আশনের নাম ঘোষণা না করায় ইতিমধ্যেই জল্পনা শুরু বিজেপির অন্দরে।
আর তারই বহিঃপ্রকাশ হল ঝাড়গ্রামের আসনে জেতা সংসদ কুনার হেম্বরমের দল ছাড়া নিয়ে। এই নিয়ে রাজনীতি মহলে শুরু হয়েছে নানা আলোচনা। এখনো শাসক দল তৃনমুল কংগ্রেসের তরফে কোন প্রার্থী তালিকা প্রকাশ হয়নি তার আগেই বিজেপির অন্দরে ভাঙ্গন। বিজেপির এক অংশে আলচনা টিকিট না দেওয়ার জন্যে হয়তো দল ছাড়ছেন সাংসদ কুনার হেম্বরম। এই নিয়ে তৃনমুল বলতে শুরু করেছে জঙ্গলমহল বিজেপি হারবে তাই দল ছাড়ছে। যা নিয়ে ইতিমধ্যে জেলা জুড়ে শুরু হয়েছে রাজনীতি মহলে তরজা।
FREE ACCESS