দূষণ নিয়ন্ত্রণে শহরাঞ্চলে বসানো হল ডিসপ্লে বোর্ড
Display boards are installed in different areas to control pollution

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া : দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে নদিয়ার শান্তিপুরে বসানো হল শহরের দূষণের তথ্যভিত্তিক একটি ডিসপ্লে বোর্ড। এই ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমেই শান্তিপুর শহরের শব্দ দূষণ এবং বায়ু দূষণের পরিমাপ করা যাবে। যেভাবে দেশজুড়ে দূষণের পরিমাপ বেড়েই চলেছে, তাই এই দূষণকে প্রতিরোধ করতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একাধিক কর্মসূচি গ্রহণ করেছে ইতিমধ্যে। সেরকমই রাজ্যের একাধিক শহরে এই ধরনের ডিসপ্লে বোর্ড লাগাচ্ছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
গত কয়েকদিন আগে একইভাবে নদিয়ার শান্তিপুরেও এরকম ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে। এ বিষয়ে শান্তিপুর পৌরসভার সিআইসি মেম্বার শুভজিৎ দে জানান, দূষণ নিয়ন্ত্রণ পরিষদ এরকম বোর্ড লাগিয়েছে, তারা পৌরসভার কাছে জায়গা চেয়েছিল সেই মোতাবেক পৌরসভা জায়গা দিয়েছে। তবে এই ডিসপ্লে বোর্ডের মাধ্যমে আগামী দিনে শান্তিপুরের দূষণ নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব হবে। সাধারণ মানুষকে আরো সচেতন করতে সুবিধা হবে।
তাঁর সংযোজন, পৌরসভা চেষ্টা করবে মানুষকে আরও অবগত করার। কারণ শান্তিপুর শহর যাতে দূষণমুক্ত হয়, তার অনেকটাই দায়িত্ব রয়েছে পৌরসভারও।