রাজ্যের খবর

দশমীর রাতে ঘটল বিপত্তি! নিহত ৩, গুরুতর আহত ৩

Disaster happened on the night of the tenth! Killed 3, seriously injured 3

Truth Of Bengal: সুব্রত বিশ্বাস, ইসলামপুর, উত্তর দিনাজপুর: দশমীর দিন শেষে পুজো দেখে রাতে বাড়ি ফেরার পথে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ! যার জেরে প্রাণ হারিয়েছেন ৩ জন, আর গুরুতর জখম হয়েছেন আরও তিন জন। রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জের সুচায়ানি এলাকায় এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃত তিন জন ইসলামপুর ও চোপড়া থানা এলাকার বাসিন্দা।

স্হানীয় ও পরিবার সূত্রে খবর, একদিকে ইসলামপুর থানার রামগঞ্জ এলাকার তিন যুবক চোপড়া এলাকায় পুজো দেখতে গিয়েছিলেন, আর অপরদিকে চোপড়ার শীতলাগাঁও এলাকা থেকে তিন যুবক ইসলামপুরে পুজো দেখতে এসেছিল। পুজো দেখে বাড়ি ফেরার পথে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে, গুরুতর জখম হয় ছয়জন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ও স্হানীয় বাসিন্দারা। পুলিশ ও স্হানীয়রা জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তারপর সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের অবস্থা আশংকা জনক থাকায় তাদের উত্তরবঙ্গ মেডিক্যালের রেফার করে কর্তব্যরত চিকিৎসক। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

Related Articles