বিধানসভায় শুভেন্দুর কাছে দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপিতে কি কোনও নয়া সমীকরণ, চর্চা তুঙ্গে
Dilip Ghosh to Subvendu in the Assembly, Is there a new equation in the Bengal BJP, practice is on the rise

The Truth Of Bengal: বিজেপিতে দুই পক্ষকে যুযুধান শিবির বলা হয়। যা নিয়ে দলের অন্দরে চর্চা তুঙ্গে। বিষয়টি দিল্লির নেতাদেরও অজানা নয়। একাধিকবার দুই পক্ষকে পারস্পরিক বাক্যবাণে বিঁধতে দেখা গিয়েছে। সেই দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী মুখোমুখি। তা হলে কি বঙ্গ বিজেপির অন্দরে নতুন কোনও সমীকরণ? যা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার বিধানসভায় মুখোমুখি হন শুভেন্দু-দিলীপ ঘোষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আহ্বানে বিধানসভায় তাঁর ঘরে আসেন দিলীপ। এদিন আবার জন্মদিন দিলীপ ঘোষের। দেখা যায় দিলীপ ঘোষকে উত্তরীয় পরিয়ে মিষ্টিমুখ করান শুভেন্দু।
বঙ্গ বিজেপি এই দুই নেতার মধ্যে দ্বন্দ্ব সর্বজনবিদিত। সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে এনে বর্ধমান-দুর্গাপুর আসনে দাঁড় করানো হয়। সেখানে তিনি তৃণমূল প্রাথী কীর্তি আজাদের কাছে বিপুল ভোটে হেরে যান। নিজের গড় থেকে বেরিয়ে আসা দিলীপ ঘোষ জিততে না পারায় তার শিবির থেকে বলা হয়, হারানোর জন্য ইচ্ছে করে দিলীপ ঘোষকে অন্য আসনে টিকিট দেওয়া হয়। যা নিয়ে আকারে ইঙ্গিতে নানা কথা বলেছিলেন দিলীপ ঘোষ। আবার ঘুরিয়ে উত্তরও দিতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে।
লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে দিলীপ ঘোষ একতরফা ব্যাট চালাতে শুরু করেন। নিজেকে দলের ‘পুরোনো সোনা’ বলে গুরুত্ব বুঝিয়ে দিয়েছিলেন দিলীপ ঘোষ। সরাসরি কারও নাম উল্লেখ না করলেও তাঁর নিশানা যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে, তা বুঝতে পারে রাজনৈতিক মহল। দিলীপের নেতৃত্বে বঙ্গ-বিজেপির একাংশ যে নির্বাচনে খারাপ ফলের জন্য শুভেন্দুকে কাঠগড়ায় তুলতে চাইছে সেটা বুঝতে কোনও অসুবিধা হয়নি শুভেন্দুরও। এ প্রসঙ্গে একটা সময় দিলীপ-ব্রিগেডের আক্রমণের কড়া জবাব দিতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। যদিও সরাসরি কারও নাম উল্লেখ করতে দেখা যায়নি। এই দ্বন্দ্বের মাঝে আচমকা দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীকে একসঙ্গে দেখা গেল। দুই যুযুধান শিবিরকে একসঙ্গে দেখা যাওয়ায় রাজনৈতিক জল্পনা তুঙ্গে। লোকসভা ভোটে তৃণমূলের কাছে হারের পর তা হলে কি নতুন কোনও সমীকরণ আসছে বঙ্গ বিজেপি? এখন তুঙ্গে এই চর্চা।