“দিদির কাছে মাইনে নিলেও ভোটটা আমাকে দেবেন” – সরকারী কর্মচারীর কাছে আর্জি দিলীপ ঘোষের
Dilip Ghosh pleads with government employees to vote for me even if they take mines from Didi

The Truth Of Bengal : দিলীপ ঘোষ বরাবরই তার চাঁচাছোলা কথার জন্য মানুষের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন। তার এই গুনটি যেমন রয়েছে তেমনি আরেকটি গুণ হল প্রতিদিন প্রাতঃভ্রমনে যাওয়া। যদিও সেটা শুধুই স্বাস্থ্যচর্চা নয়। সেই প্রাতভ্রমণে বেরিয়ে তিনি প্রতিদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু না কিছু বলে খবরের শিরোনামে থাকেন। আরেকবার ফের বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ নিজের মেজাজে ধরা দিলেন।
তার সাথে কথা বলতে আসা এক সরকারি কর্মীকে তিনি বুদ্ধি দিলেন। শুধু তাই নয় তাকে সাবধানও করলেন। সাধারণ কথাবার্তার মধ্যেই দিলীপ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে তিনি কি কাজ করেন। ব্যক্তি উত্তরে বলেন তিনি একজন সরকারি কর্মচারী। সেই সময় দিলীপ একটু হেসে বলেন ‘এরাই রেগিং করে’। দিলীপের কথার উত্তরে সে ব্যক্তি জানান তিনি নাকি পুরোপুরি পদ্মে। দিলীপ ঘোষ ফের হাসতে হাসতে বলেন “ফটো বেরোলেই কিন্তু কালকে সাসপেন্ড কেউ বাঁচাতে পারবে না”। এরপর একটি পদ্মফুল ওই ব্যক্তিকে দেন দিলীপ ঘোষ। সে তিনি ওই ব্যক্তিকে বুদ্ধি দেন, “বেতন দিদির কাছ থেকে নেবেন ভোটটা আমাকে দেবেন”।
এরপরে দিলীপ তাকে জিজ্ঞাসা করেন তার চাকরি আর কত বছর। ২০২৬ সাল অবধি চাকরি রয়েছে এমনটাই জানিয়েছেন ওই ব্যক্তি। এরপর দিলীপ ঘোষ আবার তাকে বুদ্ধি দেন যে, “রিজাইন করে দেবেন ভোটের আগে। সরকার বানিয়ে তারপরে। আমরা ফুলটাইম জব দেব আপনাকে”।
প্রসঙ্গত বৃহস্পতিবার সকালে প্রতিদিনকার মতো পাতগ ভ্রমণে বেরিয়েছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন বর্ধমানের বিরহাটা এলাকায় যোগদান তিনি। এখানকার সকল প্রার্থী তাঁকে শুভেচ্ছা জানান জন্মদিনের।