
The Truth of Bengal: রাজ্যের মানুষের কাছে অন্যতম পর্যটনস্থল হিসেবে পরিচিত দিঘা। বাংলার এই সৈকতসুন্দরীকে দেশ তথা বিশ্বদরবারে কাছে আর জনপ্রিয় করতে দিঘাকে নতুন সাজে সাজিয়ে তুলেছে রাজ্য সরকার। এখন ভোল পুরোপুরি বদলে গিয়েছে দিঘার। আগের থেকে এখন অনেক বেশি পর্যটক সেই দিঘায় আসেন। এতদিন সেই দিঘায় ছিল না কোনও সমবায় সমিতি। এবার পর্যটন শহর দিঘায় যাত্রা শুরু মেদিনীপুর সমবায় সমিতির। ৮৩ বছরের পুরনো মেদিনীপুর সমবায় সমিতি পঞ্চম শাখা উদ্বোধন হল সৈকতনগরীতে।
ছোট থেকে মাঝারি ব্যবসায়ীরা এখান থেকে সহজলভ্য লোনের মাধ্যমে তাদের ব্যবসাকে আরও বড় করতে পারবেন। সংস্থার সম্পাদক কল্যাণ জানা জানান, এই সংস্থার সঙ্গে ৭২টি স্বনির্ভর গোষ্ঠী যুক্ত রয়েছে। প্রায় ৭২০ জন মহিলা উপকৃত হন। ‘জাগো’ প্রকল্পের মাধ্যমে সেই মহিলারা পাঁচ হাজার টাকা করে পান। সেই টাকা দিয়ে অনেক কিছু করে তাঁরা স্বনির্ভর হতে পারেন। এই সংস্থার মাধ্যমে স্বল্প কিস্তিতে ঋণ পাওয়ার সুযোগ সুবিধা থাকছে।
উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে নানান পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক কল্যাণ জানা।একেবারের প্রান্তিক মানুষের এখন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ঋণ পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামাঞ্চলে মহিলাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সমবায়ের মাধ্যমে অনেক প্রকল্প চালু করেছেন। এই সমবায় সমিতি দীর্ঘদিনের পুরনো। সেই সমবায় থেকে শুধু স্বনির্ভর গোষ্ঠী মহিলারা নন, পর্যটন শহরের ব্যবসায়ীরা সহজে লোন পেতে পারবেন।