রাজ্যের খবর

‘কপ্টারে নাকি সোনা, টাকা আছে’ তল্লাশি নিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধায়

"Did you think you will get gold from the copter?" Mamta's cannon

The Truth of Bengal: সোমবার কোচবিহারের নির্বাচনী সভায় তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধায়, ‘অভিষেকের কপ্টারে কাল তল্লাশি চালিয়েছে। কপ্টারে নাকি সোনা, টাকা আছে। কী ভেবেছিল? কপ্টার থেকে সোনা পাবে? এসব আমরা করি না। বিমানে ওদের টাকাপয়সা আসে। ওখানে বিএসএফ, সিআইএসএফ আছে। কোনওদিন কোনও বিজেপি নেতার কপ্টারে তল্লাশি চালানোর সাহস হয়েছে তাদের?’

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর দফতর হানা নিয়ে এখনও বিতর্ক তুঙ্গে। কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। কপ্টারে আয়কর হানায় কিছুই মেলেনি বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার এই হানার বিষয়টি নিয়ে কোচবহারের সভা থেকে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার তামিলনাড়ুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধির কপ্টারে তল্লাশি চালানো হয়েছে। কেন্দ্র ক্ষমতার অপব্যবহার করছে বলে অভিযোগ তুলছেন বিরোধী নেতারা। সোমবার কোচবিহারের সভায় মমতার বক্তব্য, ‘ভোটের আগে দুয়ারে দুয়ারে সিবিআই, ইডি পাঠাচ্ছে। আইটি পাঠাচ্ছে। গতকাল অভিষেকের কপ্টারে তল্লাশি চালিয়েছে। ওখানে কী পাবে ভেবেছিল? সোনা? আমরা ওসব করি না। আমাদের টাকা, সোনা নেওয়ার দরকার নেই। কোনও দরকার হলে আমরা মায়ের কাছে হাত পাতব।‘

Related Articles