সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিল
Dhikkar march initiated by Sabang Block Trinamool Congress

Truth Of Bengal: সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ও সম্মানীয় মন্ত্ৰী ডাঃ মানস ভূঞা মহাশয়ের উদ্যোগে আরজি কর কান্ডের প্রতিবাদে গত ১৬ তারিখ থেকে লাগাতার কর্মসূচি সবং এর মাটিতে সংঘটিত হয়েছে। আজ চাঁদকুড়ি বাস স্ট্যান্ড থেকে দু’নম্বর নওগাঁ তিন নম্বর ডানরা অঞ্চল সর্বস্তরের মানুষ এবং মায়েরা বোনেরা পা মিলিয়ে ছিল এই মিছিলে। প্রায় ৪ কিলোমিটার জুড়ে ধিক্কার মিছিল সংঘটিত হয়।
অন্যদিকে পাঁচ নম্বর সাৱতা অঞ্চলে বিকেল সাড়ে চারটের সময় একটি মিছিল সংগঠিত হয়। ৫ নম্বর অঞ্চল অফিস থেকে ঝিকুরিয়া বাজার পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা অতিক্রম করে। সারা সবং জুড়ে সিপিএম বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে।
আজ তৃণমূল কংগ্রেসের এই মিছিলে অংশগ্রহণ করেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আবু কালাম বক্স, জেলা সহ সভাপতি বিকাশ ভূঁইয়া, সাধারণ সম্পাদক তরুণ মিশ্র, পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী দাস, যুব তৃণমূল সভাপতি নিশিকান্ত কর, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বাদল বেরা, সাধারণ সম্পাদক স্বপন মাইতি সহ বহু নেতৃত্ব এই দুটি মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল থেকে বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সবং বাসী যেই সুবিধে পেয়েছে, সে কথা উল্লেখ করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।