রাজ্যের খবর
নববর্ষের প্রথম দিনেই বীরভূমের সিউড়ির মন্দিরগুলিতে ভিড় ভক্তদের
Devotees throng temples in Birbhum's Siuri on the first day of the New Year

Truth of Bengal: আজ বছরের প্রথম দিন তাই বীরভূমের সিউড়ির মৌমাছি আনন্দময়ী কালী মন্দিরে সকাল থেকেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে প্রবেশদ্বার। সেখানে সকাল থেকে শুরু হয়েছে পুজো।
ব্যাসাদার থেকে শুরু করে সিউড়ি সমস্ত মানুষ সহ গৃহবধূরা বছরের প্রথম দিন মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে সংসারের মঙ্গল কামনা করলেন। উন্নতির পথ সুগম করতে ব্যবসায়ীরা হালখাতার পুজো দিলেন নিষ্ঠা ভাবে। লম্বা লাইন দিয়ে পুজো সকাল থেকে পুজো দিচ্ছেন ভক্তরা।
সিউড়ির কালীবাড়িও ভবতারিণী মায়ের মন্দির সকাল থেকে প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য। সমস্ত ভক্তরায় সকাল থেকেই পুজো দিতে ভিড় জমিয়েছেন কালীবাড়িতে।