রাজ্যের খবর

জনবহুল এলাকায় বিধ্বংসী আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রনে দমকল

Devastating fire in populated areas, fire brigade under control

The Truth Of Bengal : হুগলি, রাকেশ চক্রবর্তী :  চন্দননগরে একটি স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থার(মুথুট ফাইনান্স) অফিসে আগুন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষনের মধ্যে উপস্থিত হয় পুলিশও।

জানা যায়, চন্দননগর লক্ষীগঞ্জ বাজার জনবহুল এলাকায় স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থার দোতলা অফিসে আগুন লাগে।জানালা দিয়ে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। নিজেরাই আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান।
এই মুহুর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

উল্লেখ্য, ২০২১ সালে ২১ সেপ্টেম্বর স্বর্ণ ঋণ দানকারী সংস্থার চন্দননগরের এই শাখায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছিল।পুলিশের সঙ্গে গুলির লড়াই এর পর গ্রেফতার হয়েছিল বিহারে ডাকাত দল। ২০২৩ সালে তাদের সাজাও হয় চুঁচুড়া আদালতে।

Related Articles