রাজ্যের খবর

বিরোধীদের বিরোধিতা সত্ত্বেও শিল্পায়নের কাজ জোরদার হচ্ছে দেউচা পাঁচামিতে

Deucha Industry

The Truth of Bengal: ২০২২ সালের ১৪ জুলাই প্রথম পর্যায়ে  সিউড়ি সদরের মহম্মদবাজারের কেন্দ্রপাহাড়িতে দেউচা-পাঁচামি প্রকল্পে খননের কাজ শুরু হয়। তার ঠিক এক বছর পর আবার  দ্বিতীয় পর্যায়ের খননের কাজ শুরু হয়। মাটি খুঁড়ে কোথাও ১৫০ কোথাও ১৬০ ফুট নীচে পাওয়া গেছে কয়লা। আর শক্তির সঞ্চয় ফুরিয়ে যাওয়ার দিনে  এই ব্ল্যাক ডায়মন্ডের কী ম্যাজিক রয়েছে তা বলে বোঝানো যাবে  না।এখন এই দেউচা পাঁচামিকে বিশ্বের শিল্প-মানচিত্রে উজ্বল রূপে তুলে ধরতে সরকার সরকার মানবিক মডেলে কাজ শুরু করে। জমিদাতাদের পুনর্বাসন দিয়েই শিল্প-গড়ার কর্মষজ্ঞ শুরু হয়।তবুও বিরোধীদের রাজনীতি বন্ধ হয়নি।বাম আমলের শিল্পের বন্ধ্যা কাটাতে বাংলার সরকার শিল্পায়ন শুরু করলেও বিরোধিতার পথ ছাড়ছে নারাজ বাম-বিজেপি।

কখনও রাস্তায় নেমে কখনও প্রকল্প স্থলে গিয়ে বাধাদানের কম চেষ্টা হয়নি।তবুও রাজ্য সরকার শিল্পোন্নয়নকে পাখির চোখ করায় সবকিছু ব্যর্থ হচ্ছে।এশিয়ার বৃহত্তম কোলব্লক হয়ে ওঠার পথে এগিয়ে যাওয়া দেউচা পাঁচামিতে শিল্প নির্মাণের কাজ আরও বিকশিত হচ্ছে।১২ বর্গ কিলোমিটার জুড়ে দেউচা-পাঁচামির কয়লা  শিল্প শিল্পায়নের লক্ষ্য  ১০ হাজার কোটির প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর ৩০হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব রাজ্যের ৫,৫০০ জন জমিদাতাকে পুনর্বাসন প্যাকেজ দেওয়া হচ্ছে আরও ১১জনকে চাকরির নিয়োগ পত্র দেওয়া হল এপর্যন্ত মোট ১০৫০জনকে চাকরি দেওয়া হল লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে কোল ব্লক প্রশাসনের সঙ্গে সহমত পোষণ করে যাঁরা জমি দিচ্ছেন তাঁদের পরিবারের একজনকে বা মনোনীত ব্যক্তিকে চর্তুর্থ শ্রেণিতে বা পুলিশে চাকরি দেওয়া হচ্ছে।

সেইমতো ধাপে ধাপে চাকরি পাচ্ছেন জমির মালিকরা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দেউচাপাঁচামী প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চলে পুনর্বাসন প্রকল্পে সাতজনকে চতুর্থ শ্রেণীতে সরকারি চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হল। এখনো পর্যন্ত এই প্রকল্পের আওতায় ৬০০ জন পুলিশে এবং ৩০০ জনের বেশি চতুর্থ শ্রেণীতে যোগ দিয়েছেন। এছাড়াও সংখ্যালঘু উন্নয়ন এবং বিত্ত নিগমের পক্ষ থেকে মেয়াদী ঋণ, স্বনির্ভর দলের মহিলাদের গ্রুপ লোন,  জাতিগত শংসাপত্র, ডিজিটাল রেশন কার্ড সহ সবধরণের সুরক্ষা প্রদান করা হচ্ছে।আর্থ-সামাজিক মাণোন্নয়নের এই কর্মষজ্ঞে সামিল হতে পেরে জমিদাতারাও আনন্দিত।বিরোধীদের কুত্সা –অপপ্রচারে জল ঢেলে বাংলার সরকার যে শিল্পায়নের লক্ষ্যপূরণে ধাপে ধাপে এগোচ্ছে তা বলাই যায়।আর শিল্প-সমৃদ্ধির সোপানে পা রাখতে পেরে আপ্লুত সব মহল।

Related Articles