রাজ্যের খবর

রাঙাপানিতে লাইনচ্যুত মালগাড়ির ইঞ্জিন

Freight engine

The Truth of Bengal: শিলিগুড়ি মহকুমার রাঙাপানিতে লাইনচ্যুত মালগাড়ির ইঞ্জিন, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের রাঙাপানিতে লাইনচ্যুত মালগাড়ির ইঞ্জিন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।

জানা গিয়েছে, যে বৃহস্পতিবার রাতে মালগাড়িটি রাঙাপানির এনআরএল থেকে বের হচ্ছিল সেই সময় আচমকাই মালগাড়ির ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরপিএফ জিআরপি ও রেলের কর্মীরা।

এর পাশাপাশি ঘটনাস্থলে যায় রেলের আধিকারিকরা। এই ঘটনার পরেই ট্রেন চলাচল বিঘ্নিত হয়। যদিও দ্রুততার সঙ্গে কাজ করে মালগাড়ির ইঞ্জিনটিকে ফের লাইনে তোলা হয়। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা।

Related Articles