বন্ধ হল অবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙার কাজ, দ্রুততার সঙ্গে পদক্ষেপ পুরসভার
Demolition work on Abindranath Tagore's house stopped, municipality takes swift action

Truth Of Bengal: শান্তিনিকেতনে অবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙার কাজ বন্ধ করে দিল বোলপুর পুরসভা। বহুতল নির্মাণের জন্য প্রমোটারের থাবা বসেছিল ওই বাড়িতে। বহুতল তৈরির জন্য ঐতিহাসিক বাড়ি ধ্বংস করা হচ্ছে খবর পেয়েই প্রতিবাদে গর্জে উঠেছিলেন আশ্রমিক সহ শান্তিনিকেতনের পড়ুয়ারা। বোলপুর পুরসভা এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছিল। দ্রুততার সঙ্গে এবার ভাঙার কাজ বন্ধ করে দিল পুরসভা।
শান্তিনিকেতনের ঐতিহ্যে বড় আঘাত। ভেঙে ফেলা হচ্ছে অবনপল্লীতে শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাসের সাক্ষ্য বহন করা পুরনো সেই বাড়ি। সে খবর প্রকাশ্যে আসতেই কড়া পদক্ষেপ স্থানীয় প্রশাসনের। শান্তিনিকেতনের অবনপল্লীতে অবনীন্দ্রনাথ ঠাকুরের আবাস বাড়ি ভাঙার কাজ সম্পূর্ণ বন্ধ করলো বোলপুর পৌরসভা। গেটে তালা ঝুলিয়ে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। বাড়িতে যে অংশটুকু ভাঙা হয়েছে ততদূর পর্যন্তই আটকে রয়েছে ভাঙার কাজ। যাবতীয় কাগজপত্রে নথি চেয়েছে বোলপুর পুরসভা। দ্রুততার সঙ্গে বোলপুর পুরসভা এই সিদ্ধান্ত নেওয়ায় খুশি অবনপল্লীর আশ্রমিকেরা।
রবীন্দ্রনাথের ভাইপোর ঐতিহ্যবাহী বাড়িতে প্রোমোটারদের থাবা পড়তেই তুলকালাম হয় বোলপুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য ছিলেন৷ তাঁর ছেলে অলকেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি বাড়ি করেছিলেন৷ যে বাড়িতে বেশ কিছুদিন ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। সেই বাড়িই ভেঙে ফেলা হচ্ছিল৷ অবনীন্দ্রনাথের নামানুসারেই শান্তিনিকেতনের ওই জায়গার নাম হয়েছিল ‘অবনপল্লী’।
শিল্পীর স্মৃতিবিজড়িত সেই আবাস নামক বাড়িটি কিছুদিনের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যেত। সেখানে বহুতল নির্মাণ হবে বলে প্রোমোটারে থাবা বসেছিল এই ঐতিহ্যের বাড়িতে।এই ঘটনায় ক্ষুব্ধ হন শান্তিনিকেতনের আশ্রমিক থেকে নবপ্রজন্মের শিল্পীরা। প্রতিবাদের ঢেউ ওঠে। আর তারপরেই পুরসভার হস্তক্ষেপে ভাঙার কাজ বন্ধ করা হল।