রাজ্যের খবর

সাত সকালে জলে ডুবে মৃত্যু হল বছর ১৫ কিশোরের

The death of a 15-year-old teenager

The Truth of Bengal: বীরভূমের কীর্ণাহারের সিনেমাতলা সংলগ্ন এলাকায় মর্মান্তিক ঘটনা। সাত সকালে জলে ডুবে মৃত্যু হল বছর ১৫ এর এক কিশোরের। মৃত কিশোরের নাম রথীন দলুই। সে মৃগী রোগে আক্রান্ত ছিল বলে জানিয়েছেন পরিজনরা।

জানা যায়, রথীন সকালে ঘুম থেকে উঠে কোথাও বের হয়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে। এরপর পুকুরের ধারে তার জামাকাপড় পড়ে থাকতে দেখে। সেখানে তল্লাশি চালিয়ে পুকুরের জল থেকে রথীনকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগীর আক্রমণের কারণে রথীন পুকুরের জলে পড়ে গিয়েছিল। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles