রাজ্যের খবর

পরিত্যক্ত কোয়ার্টারে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

Dead body recover in new jalpaiguri

The Truth of Bengal: নিউ জলপাইগুড়ির অম্বিকানগর ঘাটপাড়া এলাকায় একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত যুবকের নাম গণেশ বিশ্বাস। সে ওই এলাকারই বাসিন্দা।

জানা গিয়েছে যে এদিন সকালে স্থানীয়রা প্রথমে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে গণেশ আত্মহত্যা করেছেন। তবে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের দাবি, গণেশ মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিছুদিন ধরে সে মানসিক সমস্যায় ভুগছিল। এর আগেও সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল।পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর কারণ জানা যাবে।

Related Articles