রাজ্যের খবর
সিউড়িতে দুঃসাহসিক চুরি, লোপাট নগদ অর্থসহ সোনার গয়না
Daredevil heist in Siuri, gold jewelery with missing cash

The Truth Of Bengal ; ফের এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে সিউড়ি পৌরসভার অন্তর্গত ইন্দ্রাপল্লী এলাকায়।
সুত্রের খবর, শনিবার সিউড়ি পৌরসভার অন্তর্গত ইন্দ্রাপল্লী এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরি হয়। ঘটনায় বাড়ির মালিক জানান, তার বাড়িতে ছিল অনেক দামি সোনার গয়না এবং প্রায় লক্ষাধিক টাকা। কিন্তু সবকিছু চুরি হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ জনবহুল এলাকায় এই দুঃসাহসিক চুরির ঘটনায় নিরাপত্তার অভাবে ভুগছেন এলাকার বাসিন্দারা। মূলত বাড়িতে না থাকার সুযোগ নিয়েই এই দুঃসাহসুটি চুরির ঘটনা ঘটে।
ইতিমধ্যেই গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।