রাজ্যের খবর

Cyclone Remal : জলস্তর বাড়ছে গঙ্গায়, বন্ধ করা হল সব লকগেট

Cyclone Remal : Water level is rising in Ganga, all lockgates are closed

The Truth Of Bengal :  ক্রমশ নিজের শক্তি ঊর্ধ্বমুখী করে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে ধ্বংসের খেলা দেখাতে শুরু করে দিয়েছে এই ঝড়। শুধুমাত্র যে চিন্তায় রয়েছে উপকূলবর্তী এলাকাবাসী তা নয়, কপালে চিন্তার ভাঁজ পড়েছে শহর কলকাতারও।

একদিকে রেমালের উদ্বেগ অন্যদিকে ভরা কোটাল সব মিলিয়ে যেন একেবারে ফুঁসছে গঙ্গা। ইতিমধ্যেই গঙ্গার জলস্তরের উচ্চতা বেড়ে হয়েছে ১৭ ফুটের কাছাকাছি। এইভাবে গঙ্গার জলস্তর বাড়তে থাকায় ঘাটের ধারের লকগেটগুলি দুপুর দেড়টা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর ফলে কলকাতার কোন নিকাশী জল সেখানে দিয়ে বেরোতে পারছে না। এমতাবস্থায় যদি একটানা বৃষ্টি বহাল থাকে তাহলে জলের তলায় চলে যেতে পারে কলকাতা। ভাসমান কলকাতার বিস্তীর্ণ অঞ্চল ব্যাপক জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ার পাশাপাশি হুগলিতেও লাল সতর্কতা জারি করা হয়েছে। রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়ার দপ্তর। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই এখন জেলায় জেলায় শুরু রেমাল মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুতি।

Related Articles